. রাত বলে গেল বিষাদের রঙ নীল
ভেজা চোখ তাই আকাশ দেখে না আর,
যাপিত সময় বোঝায় অবুঝ দিল
আলগোছে করে নীলেরই অঙ্গীকার।
বিষণ্ণ চোখে কাব্যের মত রূপ
খুঁজে খুঁজে আনে অবাক বিহ্বলতা,
ভোলে হাতছানি, খুশীর ডাকেতে চুপ
খোঁজে নীল দুখ, বেদনারই জন্য তা।
হাসির প্রলেপে লুকনো যায় না আর
গোপন সে নীল বড় বেশী ছলকায়,
মন যেন আজ শুধু নীলে নীলাকার
চোখে পড়ে খুব চেপে রাখা বড় দায়।
বাতাস বলেছে বিষাদের রঙ নীল
নদী বলে গেছে আকাশ আমার পর,
অলস সকাল তবু ভালবাসে নীল
হৃদয়ের নীলে পারিনি বাঁধতে ঘর।।