. রাত ভর ঝমঝম
সপসপে পর্দা,
কাক ভেজা ভোরবেলা
দেয় হাঁচি বড়দা।
ছপ ছপে জলে ভরা
উঠোনের পাশটা,
প্যাঁকপ্যাঁক হেলেদুলে
চলে পাতি হাঁসটা।
সূর্যের দেখা নেই
দিনটার মুখ ভার,
ছাতা আর থলি হাতে
যান যদু সরকার।
শাক মাছ তাজা চাই
তবে হবে রান্না,
নিত্য বাজার হবে
নয় স্বাদ পান না।
ঝোপ ঝাড় দোর বার
জলে ভরা রাস্তা,
সারা রাত ভিজে হাল
নেড়িটার খাস্তা।
কোলা ব্যাঙ তুলে ঠ্যাঙ
পড়ে আছে উল্টা,
বাগানটা তরতাজা
গেছে ঝরে ফুলটা।
হাঁদুদের পুকুরটা
জলে গেছে উপচে,
মাছ গেল ধানখেতে
দুখে হাঁদু ধুকছে।
ভোর থেকে বৃষ্টির
ফোঁটা পড়ে টুপ টাপ,
একঘেয়ে শব্দটা
বাকি সব চুপ চাপ।।