. তৃপ্তি খুঁজি সকাল বিকেল
সুখ ফরমান ইচ্ছে মত,
আনন্দটা ছড়িয়ে বেড়াই
দুঃখ গুলো ব্যক্তিগত।
বিষয় আশয় আঁকড়ে থাকা
মন্দ ভালর দ্বন্দ্ব বড়,
উপরি গুলো নজর কাড়ে
বাঁশের চেয়েও কঞ্চি দড়।
মোহনারই নেশায় মাতাল
চলছে ছুটে পাগল যত,
পথ পেরোলে উদার আকাশ,
রাস্তাটুকু ব্যক্তিগত।
রামধনু রঙ দিগন্তময়
ছড়ায় কখন মনের মাঝে,
আঁধার নিয়ে হোক কারবার
ইচ্ছে রঙিন কাজ অকাজে।
সুর গুলো সব হৃদয় জুড়ে
সুর রয়েছে মজ্জাগত,
বাজলে সে সুর আনন্দধাম
না হয় কষ্ট ব্যক্তিগত।
প্রগলভতা মানায় যখন
চুপ থাকাটাই বিসদৃশ,
কষ্ট থাকুক বুকের মাঝে
ভাবনা কেন হচ্ছে কৃশ।
বইছে মনে কথার জোয়ার
বলতে পারি বলব নাতো,
থাক না কিছু মনের মাঝে,
ব্যক্তিগত ব্যক্তিগত।।