. কথা কতক পেলাম খুঁজে
পায়রা গরম সুখের সুখের,
ভাবছি এখন রাখবো কোথায়
কোন সে গোপন কক্ষে বুকের।
ভেবেছিলাম হারিয়ে গেছি,
বেশ তো আছি ধন্দ সয়ে
করছে পিছু তারার আলো
রই কিভাবে মন্দ হয়ে?
এই জীবনে নাটক ছিল,
দুঃখ সুখ আর কষ্টে মাখা,
তার মাঝে মন ছদ্মবেশী
রঙিন রঙিন স্বপ্নপাখা।
মিষ্টি কয়েক কথার কথা
হঠাত করে ধরলো এসে,
রাখতে নারি ফেলতে নারি,
কথায় বাঁচার ইচ্ছা মেশে।
এখন আবার কাঁপছে নাড়ি,
কথার কথায় নারীর আভাষ,
স্নিগ্ধ কোমল ইচ্ছেগুলো
আসছে ফিরে হাওয়ায় সুবাস।
কথার প্যাঁচে কথার ফেরে
হারিয়ে কথা কথাই খুঁজি,
স্বস্তি গেছে সুখও গেছে,
মিথ্যে জেনেও সত্যি বুঝি।।