কিছুটা সাহসের খোঁজে হেঁটে চলি অনন্ত কাল,
সেই যে জীবন হল শুরু,
সেই যে অবাক পথ চলা।
প্রতিদিন সাঁঝ হয়, যে কোন সময়
দুরুদুরু বুকে তাই
সাহসটা খুঁজে খুঁজে ফিরি।
আলোহীন অনিশ্চিত ভাঙাগড়া খেলা জীবনের।
নিয়মের ফেরে তাই খেলার বিধান, বুকে ভয়।
সময়ের আঁচড়েতে বড় বেশী দগদগে দাগ।

আয়নারা ষড়যন্ত্র,করে,
ভয় পাই আপনাকে
ভেতরে যে সত্যির বাস,
না বলা সত্যি থাকে আর থাকি আমি।
একা একা, বড় একা,
অপার মিথ্যের বোঝা বয়ে
কেবলই প্রবোধ দেওয়া মেকি সত্যের পাপ নিয়ে।

তাই তো সাহস খুঁজি।
তাই তো সাহস খুঁজি, করি অনুভব,
চারিপাশে সাহসের বাস, যেমন ইশ্বরকণা!
খুঁজে পাওয়াটাই দুস্কর।
এবং চলেছি হেঁটে,আপন ভীরুতা বুকে নিয়ে
অবসন্ন নিরুপায়, ভুলে যাওয়া সাহসের খোঁজে।

যদি পাই খুঁজে একদিন,
স-উল্লাস করে যাব সত্য মদিরা পান
আয়নায় চোখে চোখ রেখে।

তারপর?
বোধ হয় পাগল হব।।