. ভাবনাগুলো দস্যি মেয়ে
ঘুমোই নাকে নস্যি নিয়ে
কাতুকুতু সুড়সুড়ি দেয় বগলে,
আষ্টেপৃষ্ঠে জাপটে ধরে
চুলটা টেনে সাপটে ধরে
নামটা নিজের, তাও ভুলে যাই শোরগোলে।
ওদের মত ভাবছি না
চিন্তায় খাবি খাচ্ছি না
বিন্দাস আমি কাটাই নাকি দিন কতক,
খুনসুটে ওদের ধরণ
আমার নাকি শক্ত মন
পাত্তা ওদের দিই না, আমি ফালতু লোক।
বোঝাই ওদের কি করে
আছে মনের ভিতরে
নিজস্ব সব চিন্তা ভাবনা সর্ব ক্ষণ,
সূর্য ওঠে পূর্বেতে
গাইছে পাখি সুর বেঁধে
ভাববো বল এসব ভাবনা আর কখন।
চাঁদের সঙ্গে জোয়ার ফ্রী
ঘাসটা হল ব্যাম্বু ট্রি
ভয় পেলে হয় কেন গায়ের লোম খাড়া,
মানুষ মানুষ মারছে আজ
গরীব দেশে খিদের রাজ
কেমন করে যায় হারিয়ে শিরদাঁড়া।
লোকটা আমি পাঁড় দেশী
ভাবলে পরে এর বেশী
চুল হারিয়ে ঘুরব শেষে টাক মাথা,
আবোল তাবোল ভাবছি না
ছেঁদো কথায় নাচছি না
নইলে জানি এই দুনিয়া খুব যাতা।
তাই বলি ও দস্যি মেয়ে
বেড়াও তুমি নেচে গেয়ে
ভাবাও তাদের যাদের ভাবার মন আছে,
থাকব আমি এই রকম
একটু বেশী একটু কম
পাগলামিটা থাকবে বুকের খুব কাছে।