. কয়েকটা ধাপ পেরিয়ে এলাম শেষে
কয়েকখানা ধাপ রয়েছে বাকি,
রোদ সোনালী মন ভরাল হেসে
উদাস হাওয়া খুব দিয়েছে ফাঁকি।
খুঁজতে গিয়ে আপন মনের কোনে
পেলাম খুঁজে এক সে ভবঘুরে,
ছন্নছাড়া স্বপ্নেরই জাল বোনে
কখন কাছে কখন পালায় দূরে।
মকশো করা ছিল না রক্ততে
হচ্ছে সঠিক আবার হচ্ছে ভুল,
জীবন যেমন চাই তেমনই নিতে
লাগুক ভাল, হোক না চক্ষুশূল।
অবাধ্য এই মাঝ বয়সী রাত
ভদ্রলোকের মুখোশটা দেয় খুলে,
আলুক ঝালুক ভাবনার সংঘাত
তাড়িয়ে বেড়ায় সালতামামির ভুলে।
চাইছি মনে রঙিন ঝাড়ের আলো
সবুজ মনে পড়ুক প্রেমের ছাপ,
যে কয় সিঁড়ি বাকি, কাটুক ভাল
রঙিন প্রাণেই পার হব শেষ ধাপ।।