. জুম্বাগড়ের রাজকুমার
বাঁধায় সে কি ধুন্ধুমার,
খাচ্ছে খালি ডিগবাজি
কুমার ভাল, নয় পাজি।
সবাই শুধায় কারণ কি?
কুমার বলেন “বারণ কি?”
রাজপ্রাসাদে হুলুস্থুল
রাজামশাই ছিঁড়ছে চুল।
রানীর চোখে অন্ধকার
দুঃখে থাকেন বন্ধ দ্বার।
মন্ত্রীমশায় কম্পমান
গোমড়ামুখে খাচ্ছে পান।
“রাজবদ্যি জলদি ডাক”
বল্লে শেষে চুলকে টাক।
বদ্যিমশাই হাড়গিলে
বলেন কথা সুর তুলে।
দেখতে হবে নাড়িটা
থামান না কলাকারিটা।
কুমার কিন্তু থামেন না
জিদটা ছেড়ে নামেন না।
মালির ছেলে কেষ্টা
দৌড়ে এল শেষটা,
এক বিদেশী সঙ্গে
চক্ষু সবার টঙ্গে।
হাতে কতই যন্তর
দিলেন মহা মন্তর।
সবাই দেখে ভোজবাজি
বন্ধ হল ডিগবাজি।
নাচেন কুমার, হল কাম
গিনেস বুকে উঠল নাম।।