. কখনো গভীর চোখে মেপেছো কি রাত-গভীরতা?
কখনো ক্যালেন্ডারে গুনেছিলে দিনের হিসেব?
কখনো সোনালী সুরে গেয়েছো কি মেঘেদের গীতি?
কখনো হলুদ রোদ মুঠো করে ভরিয়েছ জেব?
নিগুঢ় আঁধার স্রোতে ভিজিয়েছ চোখের পলক?
ধরেছ কি দুই হাতে ঝিঁ ঝিঁ ডাকা সাঁঝের আভাষ?
সবুজ শ্যাওলা ধরা অভিমানী চিলেকোঠা ছাতে,
কখনো দুচোখ ভরে করেছ কি স্বপনের চাষ?
মাতাল ঝড়েতে খোঁজা ফেলে আসা দীর্ঘ সময়।
নিরালা দুপুরগুলো কখনো টেনেছে হাত ধরে?
কখনো জমানো পাপে সাজিয়েছ মনের আঙ্গন?
জোছনায় ভরা চাঁদ, বাস নাকি বুকের ভিতরে?
প্রশ্নের শহরেতে বেঁচে থাকে অলীক সময়,
প্রশ্নকে বুকে ধরে পাশ ফেরে রূপকথা রাত।
জবাবটা খুঁজে নিও নয় ফের আরেক জনম,
এই রাত জেগে থাক বুকে নিয়ে স্মৃতির আঘাত।।