. মাঝরাতে ঘুম ভাঙ্গে
কি ভীষণ শোরগোল,
পড়েছে ডাকাত নাকি
চোরেতে খাওয়াল ঘোল!
আগুন লেগেছে বুঝি
নয় ভূমিকম্প,
করে বুক ধড়ফড়
দেই লাফ ঝম্প।
খুঁজেও পাই না ছাই
আলোর বোতামটা,
সম্বিত এল খেয়ে
গিন্নীর ঝামটা।
“মাথা কি খারাপ হল?
করছ হট্টগোল?”
হঠাৎ আওয়াজ আসে
গোল গোল গোল গোল...
ঢুকল মগজে শেষে
কেন এই লাফ ঝাঁপ,
বাঙ্গালীর ঘুম কেড়ে
চলছে ইউরো কাপ।
সবাই মজেছে দেখি
রোনাল্ডো গ্যারেথে,
ওঝিল, ব্রুনেই চেনা
নাম ঘরে ঘরেতে।
চোখে পড়ে কালসিটে
ঢুলু ঢুলু ঘুমে চোখ,
অফিসে খাচ্ছে বকা
নেই তাপ, নেই শোক।
খেলাতে অনীহা যার
তার জেনো নেই মাফ,
“তুই কি পাগল নাকি?
চলছে ইউরো কাপ!”
মাঝে মাঝে দেখে ভাবি
হায়রে পোড়া কপাল,
তাও যদি বদলাত
দেশের খেলার হাল।