. আনমনা মন আবছায়া খুঁজে ফেরে
মন খারাপের দিন রাত, ভালবাসা।
সুনসান মেঠো স্বপ্নরা গেছে ছেড়ে
ভাঙ্গা পলেস্ত্রা গড়ে নয়া পরিভাষা।
ধূসর হয়েছে আবীর আবীর প্রেম
আলগোছে ছোঁয়া ফেলে আসা সখ্যতা,
কানাকড়ি আজ কালকে যা ছিল হেম
ভাঙ্গা চৌকাঠ মানে ঘুণ বশ্যতা।
বড় সাবলীল সময়ের চলে যাওয়া
কখনো পিছনে নজর দেয় না ফিরে,
হিসেবের খাতা গুনে চলে চাওয়া পাওয়া
ঘনায় সন্ধ্যা অজান্তে ধীরে ধীরে।
খামখেয়ালীর সাত পাঁচ কষে বাঁচা
আপন শর্তে কাল কাটাবার দুখ,
শুকিয়ে অতীত সবুজ লাউয়ের মাচা
আনমনা মন খুঁজে চলে ছেঁড়া সুখ।।