. হাড্ডিমা ডিম ডিম,
সাদা খোলের ভেতর ক্রীম,
ডিমের গুন অপরিসীম,
আহা হাড্ডিমা ডিম ডিম।
ডিম ভাজলে তা ধিন ধিন,
আর ঝোলে ঝালেও দিন,
ডিম খায় না অর্বাচীন,
আহা হাড্ডিমা ডিম ডিম।
ডিম ফুল অফ প্রোটিন,
সাদা হলুদে রঙিন,
ডিম খেয়ে কাঁপাও জিম,
আহা হাড্ডিমা ডিম ডিম।
হোন নবীন বা প্রবীন,
বাস ভারত কিম্বা চীন,
রোজ খান দুখানা ডিম,
আহা হাড্ডিমা ডিম ডিম।
করে শরীরটা ঝিম ঝিম?
পাতে কেবল উচ্ছে নিম,
তবু ছেড়ো নাকো ডিম,
আহা হাড্ডিমা ডিম ডিম।
হাল বুঝিয়ে সঙ্গিন,
ভালো চান তো খেয়ে নিন,
নয় খান-গে ঘোড়ার ডিম,
আহা হাড্ডিমা ডিম ডিম।।