. দু-চার প্রশ্ন থাক না কাছে,
সুযোগ পেলেই বলতে হবে?
মনটা উজাড় করতে হবে?
নয় কিছু থাক মনের মাঝে।
নাই বা জানি হাল হকিকৎ,
বলছি কথা নিত্য দিনই
বাক্য তো নয় মিষ্টি চিনি।
কখনো তো জানাই দ্বিমত?
সব ফুরোলে বলবে কিবা
চুপটি করে তাকিয়ে রবে?
আলাপ যেন এই তো সবে,
দেখবে আকাশ বাঁকিয়ে গ্রীবা?
বললে পরে সকল কথা
রাত খেয়ালে ভাববো কি আর?
ভাঙ্গবে স্বপন সুপ্ত হিঁয়ার
জীবন তখন তঞ্চকতা।
কথার সাথে দিন ফুরোবে।
সন্ধ্যে হবে একঘেয়েমীর
বিষণ্ণতার নামবে তিমির,
চপল হৃদয় ঠিক বুড়োবে।
তাইতো রাখি ঠিক বাঁচিয়ে
অবাক করার ফন্দীটাকে,
দু-চার কথা কথার ফাঁকে
যত্ন করে ঠিক গুছিয়ে।।