. খুঁজে ফিরি ভাল থাকা
খুঁজে ফিরি যেন নিজেকেই,
যত বলি ভাল আছি
আসলে তো জানি ভাল নেই।
রুপালী আলোর ছটা
মেখে নিয়ে দুচোখের ‘পরে,
নিজেকে প্রবোধ দেয়া
আছি বেশ নিজের কোটরে।
দুই কান জোড়া হাসি
কত চাকচিক্য বাহার,
ভেতরেতে কুরে খায়
বিবেকের হাতে মানা হার।
মন জানে কি যে ভাল
মুখেতে শেখানো বুলি কত,
সামাজিক নিয়মের
মেনে চলা চালু ভুল যত।
যতই ভুলতে চাই
খোঁচা মারে সত্যির কাঁটা,
ক্রমশ কঠিন লাগে
বন্ধুর পথ মেনে হাঁটা।
ভাল থাকা? খুঁজি মানে
বাঁচি শুধু ভাল থাকতেই,
আওড়াই ভাল আছি,
আসলে তো জানি ভাল নেই।