. ঝমঝমিয়ে বৃষ্টি এল শেষে।
বৃষ্টি তো নয় / মেঘলা সময়
বর্ষা এল দেশে,
খুব কাঁদিয়ে বৃষ্টি এল শেষে।
ভিজে হাওয়ায় জুড়িয়ে গেল প্রাণ।
জলের ছন্দে / মাটির গন্ধে
শীতল দৃষ্টি ঘ্রাণ,
বাস্প কণায় জুড়িয়ে গেল প্রাণ।
উঠোন ভরে বইছে জলের স্রোত।
বাল্য স্মৃতি / নৌকা প্রীতি
জড়িয়ে ওতপ্রোত,
কাগুজে নাও ভাসায় জলের স্রোত।
হাসছে গাছ আর হাসছে লতাপাতা।
সবুজ সাজে / মনের মাঝে
সতেজ ব্যাকুলতা,
তিরতিরিয়ে কাঁপছে লতাপাতা।
উঠল জেগে সব দাদুরী আজ।
গ্যাঙর গ্যাঙে / আপন ঢঙে
প্রেমেরই আওয়াজ,
আত্মহারা সব দাদুরী আজ।
বৃষ্টি ছুঁয়ে বেশ রুমানি মন।
স্মৃতির বাঁকে / খুঁজছি তাকে
খুঁজছি অনুক্ষণ,
বৃষ্টি ভেজা আজ রুমানি মন।।