. মধ্যবিত্ত ভাবনা চিন্তা গুলো
জমিয়ে বসে হাসছে বুকের মাঝে,
শিকল ভাঙ্গার সাধ কত যে ছিল
বাঁধন খোলা আর তো হল না যে।
ছাপিয়ে যাওয়ার স্বপ্ন কয়েক মুঠো
জমিয়েছিলাম গোপন চোরা ঘরে,
হতাশ হাওয়া বললে এসে ওঠো
দায়িত্বেরা ডাক দিল নাম ধরে।
মাঝ আকাশে আটকে দিল ঝড়ে
মাঝ নদীতে ডুবিয়ে নিল ঢেউ,
মাঝ পথেতে হঠাত ঢুকি ঘরে
মাঝ পিরিতে ভুলেই গেল কেউ।
মধ্যিখানে থাকার অনেক জ্বালা
অ-সুখ বা সুখ সবাই হিসেব চায়,
অপূর্ণতায় এ মন ঝালা পালা
প্রাপ্তি কি বা তাই তো বোঝা দায়।
হৃদ মাঝারে ঠিক মাঝারী প্রেম
মধ্যবিত্ত কর্ম মুখর দিন,
ভেংচি কেটে হাসছে ফোটো ফ্রেম
মাঝ বয়সের জীবন পরাধীন।
মধ্যবিত্ত সূর্য ডোবে ঘাটে
মধ্যবিত্ত চাঁদ জোছনায় হাসে,
মন মাঝারী বিকিকিনির হাটে
মধ্যবিত্ত কাব্যেরই সুর ভাসে।।