. শুনলে অবাক হবে, একদম সত্যি
বেল গাছে বসে হাঁচে বেহ্ম দত্যি।
বেহ্ম দত্যি ভুত ধুতিখানা ময়লা,
নতুন কিনবে নাকি এলে মাস পয়লা।
পৈতেও গেছে ছিঁড়ে খুবি দুরবস্থা,
আসছে না পেনশন হাল বড় খাস্তা।
তিনকাল গিয়ে শেষে ঠেকেছে যে এককাল,
বুড়ো ভুত জুবু থুবু মাথাতেও গোলমাল।
কাজে কামে মন নেই শরীরেও দেয় না,
বন্ধকি দিল শেষে গিন্নীর গয়না।
ধরেছে যে গেঁটে বাত হাড়ে হাড়ে বুঝছে,
খুলি ফাটে মাইগ্রেনে, খাঁচা খানা ধুঁকছে।
তার ওপরে গিন্নী বারে বারে ধমকায়,
এমন হয়েছে হাল, মানুষেও চমকায়।
বললে আমায় কেঁদে, কিঁ যেঁ কঁরি গঁতি ভাঁই,
বেঁঘোরে মঁরব বুঁঝি আঁর তোঁ উঁপায় নাঁই
ছেলে ভুত হলিউডে সেজেছে ভ্যাম্পায়ার,
আরেকটা ভিপিএল ক্রিকেটে আম্পায়ার।
মেছোভুতে প্রেম করে মেয়েভুত মজেছে,
কপালে করেছে ট্যাটু বিটকেল সেজেছে।
চিয়ার লীডার সেজে মাঠেতে নাচাই কাজ,
কাটা মাথা দুই হাতে হাড় ঠকঠকি নাচ।
রাখে না খবর কেউ করে না তো মেল টেল,
কাটছে উপোষ দিয়ে, নুন আনতে শেষ তেল।
মানুষ পারে না খেতে দন্তের বিভ্রাট,
শাক পাতা খেয়ে বাঁচে, আহারে বালাই ষাট।
উদাস মনেতে তাই কাটে দিন রাত্তির,
নাজেহাল বুরা হাল বেহ্ম দত্যির।।