. আজকে আবার মনে মেঘ ছুঁয়ে বাঁচবার সাধ,
আজকে আবার কেন মন খোঁজে পুরনো সংবাদ,
মেঘ সব চলে গেলে পথ চেয়ে উদাসী আকাশ
কখনো আসে না ফিরে থাকে শুধু স্মৃতির আঘাত।
মেঘেদের নাম নেই তবু যেন কত পরিচয়,
শীতল জলের কণা ভালবেসে জুড়ায় হৃদয়,
গভীর গোপন রাজ মেঘেদের বলি চুপি চুপি
রাতের আঁচল মেখে তবু খোঁজে বিদায়ী সময়।
শহরের কালো ছাদ উঁচু মাথা বাড়ির কঙ্কাল,
নীল ধুঁয়ো পাক দিয়ে কুরে খায় জীবনের হাল,
দু-একটা মেঘ খোঁজা আরো কিছুদিন চাই আলো
যদিও করেছে আড়ি ভেজা চোখে বেহায়া সকাল।
মেঘেদের হাত ধরে কতবার হারিয়েছি পথ,
শুধু ভালবাসি বলে কতবার হেরেছি দ্বৈরথ,
কবেই ধরতে গিয়ে হারিয়েছি এক মুঠো মেঘ
এখন অচেনা বড় দূরদেশী ছায়া মেঘ রথ।।