. শিকড়গুলো ছড়িয়ে আছে
শরীর জুড়ে লোহিতকণায়,
যখন তখন দিচ্ছে জানান
খুব গোপনে গল্প শোনায়।
ভাবতেছিলাম ঠিক ভুলেছি
ফুরিয়ে যাওয়া দিনের ছবি,
মহুলফুলের মাতাল সুবাস,
পুকুর জলে সন্ধ্যা রবি।
শীতের রাতে কু-ঝিকঝিক
মন খারাপী রেলের আওয়াজ,
নিদাঘ দুপুর কালবোশেখী,
কাঁপিয়ে আকাশ গুড়-গুড়ে বাজ।
সাঁঝের বেলা দোখনে হাওয়া
প্রাণ জুড়োত মিষ্টি হেসে,
ময়ুরপঙ্খী স্বপ্ন ছুঁয়ে
নিশুত রাতে ঘুমের দেশে।
লাল কাঁকুড়ে রাস্তা গুলো,
শালের ছায়া, দিন উদাসী,
আবছায়াতে প্রেমের কাঁকন,
দৃষ্টি চপল মিষ্টি হাসি।
শাল পিয়ালের ছায়ায় ঘেরা
আপন শহর আপন পাড়া,
এক জানালা নিজের আকাশ,
হাতছানি দেয় একটি তারা।
কতই ভাবি শিকড় ছেঁড়া,
শিকড় তবু হৃদয় জুড়ে,
যতই থাকি দূর প্রবাসে
যতই থাকি অচিনপুরে।।