. হারিয়ে যেতে লাগবে কেমন,
ভাবলে কিছু সবিস্তারে? নদীর পারে
ভাবনা চিন্তা শিকেয় তুলে
সকল ভুলে, হিজল গাছের ঠান্ডা ছায়ায়,
মিষ্টি মায়ায় ডুবিয়ে শরীর
কয়েকটা দিন হারিয়ে গেলে?
কিম্বা ধরো যাই যদি বা তেপান্তরে,
মাঠের ধারে ফুল ফুটেছে স্বর্ণচাঁপা আগুন রঙা।
লোক জুটেছে আমার মতই, ছন্নছাড়া
সাকিন হারা, বলছে কথা অদরকারী,
হালকা ভারী তাল বেতালা,
হচ্ছে শীতল পদ্ম ঝিলে।
না হয় ধরো মরুর মাঝে উষ্ণ বালি
যে দিকে চাও উড়ছে খালি, গরম হাওয়ার
হল্কা মেখে রৌদ্র কেবল হচ্ছে ভারি। উটের সারি
চলছে ধীরে আপন ঘরে, আমি তখন খুব মেতেছি
গান সেধেছি অবাক সুরে। হারিয়ে যাওয়া্য
দিক ভুলেছি মরুর বুকে, জলাঞ্জলি চাওয়ায় পাওয়ায়
ঝঞ্ঝা আঁধি হৃদয় নীলে।
কেমন হবে ডুব যদি দিই কাব্য সায়র, ডুব সাঁতারে
আনব খুঁজে মুক্তো হীরে। বেদম ভীড়ে মলাট খোলা
বই গুলো সব আদর করে আসবে সরে বুকের পাশে
মিষ্টি হেসে চিবুক তুলে বলবে হ্যাঁ গো পড়ল মনে? বেবাক ভুলে
এই এতকাল কোথায় ছিলে?
ঝেড়েই কাশো নাহয় এবার, করলে কি কি ফন্দী ফিকির
হারিয়ে যাবার। সহজ নাকি? দিচ্ছ ফাঁকি, জীবনটারই
ঘূর্ণিপাকে ফুরোয় রসদ, নাকে রশি ঘুরছ কেবল
কলুর বলদ। এবার বাঁচো নিজের মতন, কদিন নাহয়
সংগোপনে, নেচেই নিও তুর্কী নাচন আপন মনে
কজন মিলে দূর সুনীলে।