. ঘেঁটে দিমাগ ঘ করেছে
ওপাড়ার ক্যাওড়া কাশী,
পাড়ার মেয়েকে চোখ মেরেছে
চলো গুরু চমকে আসি।
তুমি কাকা পাড়ার দাদা
তোমাকেও ভাবলো বেকার?
পেরেসটিজের রাম ফালুদা
ইজ্জতেরি করলো কাবাড়।
নেতা পুলিশ তোমার জেবে
যা ইচ্ছে তাই করতে পারি,
তবু শালা পাঙ্গা লেবে?
পেয়েছে কি মামার বাড়ি?
পাড়ার মেয়েরা বোনের মতো
(দু-একটাকে বাদ দিয়ে ভাই),
এমনধারা কান্ড হলে
তোমারই তো নাক কাটা যায়।
তুমি গুরু যাও এগিয়ে
ফাটাফাটি একসান চাই,
আছি পিছে দলটা নিয়ে
(কিছু হলে দৌড়ে পালাই)।
অযথাই ভয় পেও না
যদি আসে বিপদ কোন,
তুমি বস চাপ নিও না
বদলা নেবো আমরা জেনো।
স্মৃতিসভায় বিশাল মালা
তেমন কিছু হয় বা যদি,
তোমার নামে যাত্রাপালা
পাড়ার মোড়ে শহীদ বেদী।।