. তেঁতুলটা জাম গাছে,
আম গাছে আমড়া
বাঁশবনে ডোমকানা,
বেপাড়ার দামড়া।
তালখানা ঝাল নাকি
লঙ্কাটা মিষ্টি,
কালোয়াতি গায় গাধা
একি অনাসৃষ্টি!
হাতি গুলো হাঁদা নয়
শুধু খামখেয়ালি,
শেয়ালের পেটে ব্যথা
দাওয়া খায় শেয়ালী।
সোজা ছিল তালগাছ,
আজ নাকি ব্যাঁকা সে
চাঁদের রক্ত কম
লাগে তাই ফ্যাকাসে।
সুয্যিমামার দেখো
মুখভার বাবারে,
রোদের হলুদ রঙ,
হল নাকি ন্যাবারে?
উচ্ছে তো ছোট হলে,
বড় হলে করলা
কুটিলার বড় দিদি
নাম তার সরলা।
ট্রেন যায় রাস্তায়
ওড়ে বাস উপরে,
খেতে গিয়ে খাবি খায়
ভোম্বল দুপরে।
ধর্মের চাকা আছে,
তাতে নাকি তেল নাই
গরমে ঘুরছে মাথা
বলি কি যে দুচ্ছাই।
দুচ্ছাই লেখা তবে
ভেবোনা সহজ কাজ,
দিদির কবিতা পড়,
মাথায় পরবে বাজ।।