. সুন্দর নগ্নতার বুকে হাত রেখে খেয়েছি কসম
দুরূহ কোণের কোণে জ্যামিতিক রেখার প্রবেশ,
হায়ার কামড় খেয়ে আছাড়ি পিছাড়ি সভ্যতা
বাতাসে গোপন নখ, দন্তক্ষতে স্মৃতির আবেশ।
অবাধ্য রমনী কাল বয়ে যায় আঁচল লুটায়
সর্বনাশের নেশা রামধনু রঙে খেলা করে,
যুক্তি, তর্কের শেষে, গল্পের নিদান শুরু আজ
অসুখী শীতল মন গভীর অসুখ খুঁজে মরে।
ক্লান্তির পরাগ মেখে জরাজীর্ণ একেলা সময়
অশরীরী প্রেম, সেকি অবাস্তব অপার্থিব নয়?
আমায় নাওনি তুমি, আলো ছায়া কোলাজের পার
আমিও পাইনি খুঁজে রাতজাগা পাখির কুলায়।
বেবশ নগ্নতা তাই চোখে চোখ রেখে মৃদু হাসে
কসমের বিলাসিতা টলটলে সলিলে হারায়,
নিখাদ রহস্য জেনে তবু আছি সমর্পিত প্রাণ
নিষ্পাপ হৃদয় ছুঁয়ে, বেঁচে থাকি বাঁকা সভ্যতায়।।