. হাসছি দেখ লক্ষ ছুঁয়ে
লক্ষ বাতির আলোর বাহার,
উঠল আসর ঝলমলিয়ে
প্রাপ্তি কবির প্রেম উপহার।
লক্ষ্য জেনো লক্ষটা নয়
লক্ষ্য মহা মিলন মেলা,
বিশ্ব জুড়ে বঙ্গ তনয়
কাব্যরসের খেলবে খেলা।
সাত বছরে পা দিয়েছি
সাত সতেরো ভাবছি না তাই,
বিশ্ব জয়ের পণ করেছি
সবার মনে ঘর বাঁধা চাই।
অগাধ প্রেমে ভালবাসায়
‘পল্লবিত’ জীবন আমার,
দুরন্ত স্রোত অন্তরে ধায়
হৃদয়ে বাস কাব্য বাহার।
এমন প্রেমেই ভবিষ্যতে
বুকে আমায় সামলে রেখো
কবিতার এই যাত্রা পথে
সুখে থেকো, কাব্যে থেকো।