. বোকার কবিতা লিখব করেছি পণ
অতীতের থেকে স্মৃতি কিছু ধার নিয়ে,
পড়ে ম্লান হবে পুরনো প্রিয়ার মন
কিছুটা সঠিক কিছুটা বলি বানিয়ে।
প্রিয়তমা ভেবে মজেছি গোলাপি ঠোঁটে
আকাশ কুসুম ভেবেছি দিবস গেলে,
মুখ ফুটে তুমি বলনিতো কিছু মোটে
চোখের চাহনি? তাতে কি হিসেব মেলে?
একতরফাই গড়েছি নীল প্রাসাদ
স্বপনেতে ছিলে, বুকছোঁয়া ঘন শ্বাসে,
না বলেই ভাবা, কত শখ কত সাধ
তুমি কারো আজ, আমি থাকি পরবাসে।
কতই না কথা চোখে বলেছিলে জানি
মানে তার অতি সহজেই বদলায়,
বিরহের জ্বালা, চোখে জল অভিমানি
জানি আজ, সেটা ছেলেমানুষিই হায়।
তাই বসে লিখি বোকা প্রেমিকের গল্প
মুখ ফুটে সে যে বলেনিতো ভালবাসি,
প্রেম ছিল খুব চেয়েছিল বড় অল্প
ব্যবহৃত হয়ে মুখে আজ বোকা হাসি।
এ জীবন বুঝি এমনি নিয়ম বোঝে
যত বোকা ছেলে লেখে খালি বোকা পদ্য,
রূপসী হৃদয় নিরাপদ সুখ খোঁজে
প্রেমিক পাগল রয়ে যায় বোকা হদ্দ।