. সীমানা পেরিয়ে দূর,
অলীক বসতবাটি,
রোদেলা সকাল
পেলব শালিখ পাখে,
পিছলিয়ে যায় বুঝি
জুয়াড়ী বাতাস।
মন খারাপের দানা
আকছার ঘুরে ফিরে
জমায় আলাপ,
নয়া বাসা খুঁজে ফেরে
পাগল পাগল মন,
খোঁজে দিনরাত
অনেক হয়েছ থিতু,
চল ফের বদলাই
এ ঘর বসত।
উত্তর দক্ষিন আর
পূব পশ্চিম দিক
মেনে মেনে বাঁচা,
বাস্তুর প্যাঁচে পড়ে,
দরজা ও খিড়কির
বিকট আকার।
না-দেখা ভাবনাগুলো
বন্ধ জানালা ধরে
গুমরিয়ে কাঁদে,
মানব জীবন কাল
একখানা কম,
মন জানালা খোলাতে
তবুও বাস্তুর নেশা,
মাতাল ভাগ্যের রেখা
বয় দুই হাতে।
অনেক রূপালী রাত
কেটে গেছে ছকমেলা
নকশার খোঁজে,
জীবনের রেশ আছে
শেষ আছে, খোঁজার
নেইকো তবু শেষ।
ইঁট কাঠ পাথরের
ছিঁড়লে বাঁধন,
গাঢ় নীল মুক্ত আকাশ
অবুঝ বেয়াড়া মন
তবু শুধু খোঁজে মায়া,
আর মাঝে মাঝে
অলীক বসতবাটি
মোহাবিষ্ট করে চলে,
যাদুই মেজাজে…