. দিনান্তে ঘুমের রেশ, আলুথালু স্মৃতি পড়ে থাকে
চন্দন কাঠের গন্ধে পাপ ধুয়ে যায় অনায়াসে।
চেনা অচেনার পারে, না বোঝা বার্তা বাঁকে বাঁকে
একাকীত্ব ছোঁয়া রাত, নিঃসঙ্গতা থাকে শুধু পাশে।
গুম হওয়া ভালবাসা, গুম হওয়া আকাঙ্ক্ষা লহর
নির্লিপ্ত স্তব্ধতা জাগে, অভিমান জ্বালা পার কোরে।
পাশ ফেরা সুসময়, দিনে দিনে অচেনা শহর
বিস্ময় বিদায় নিল, শেষ ঘাত পড়েছে শিকড়ে।
নিশীথের সিঁড়ি বেয়ে আঁধারের আগ্রাসন আজ,
বাতাসে সীসার ভার, অবনত অন্তিম উচ্ছ্বাস।
সীমান্তে লেগেছে রঙ, বদলের এসেছে আওয়াজ
পরিযায়ী মোহ মায়া ফেলে ফের উড়ানের আশ।
অপাংক্তেয় সব কিছু, অপাংক্তেয় ইচ্ছে বিলাস
নিঃশব্দের সুর বাজে, দিনান্তে ঘুমেরই মাতন।
ধনুক ছেড়েছে তীর, তীব্র গতি যাত্রা অভিলাষ
এবার এসেছে ডাক, যেতে হবে চির নির্বাসন।।