. তপনবাবুর গরম মাথা
মেজাজখানাই তিরিক্ষে,
বাদলবাবু ডুব মেরেছেন
কখন সবার অলক্ষ্যে।
সমীরবাবু ছদ্মবেশে
ঘুরছে লু-এর নাম নিয়ে,
ওনার জ্বালায় বেরোন দায়
পড়েন খালি হামলিয়ে।
বৃষ্টিদেবী মান করেছেন
খুব হয়েছে গোঁসা তার,
বাদলবাবুর সঙ্গে আড়ি
মতি ওনার বোঝাই ভার।
কালবোশেখি পথ ভুলেছে
মিসিং ডাইরি তার নামে,
খুঁজছে সবাই হন্যে হয়ে
ইদিক উদিক ডান বামে।
বৈশাখীদি দাপিয়ে বেড়ান
উঠছে সবার নাভিশ্বাস,
নিদাঘবাবু চালান চাবুক
গরম যেন অক্টোপাস।।
গরম গরম বেজায় গরম
মরার ওপর খাঁড়ার ঘা,
ভোটের গরম ছড়ায় কেমন
গুড়-বাতাসার খাঞ্জা খাঁ।