. চিকন সবুজ পাইন পাতায়
বইছে বাতাস শনশনিয়ে।
আবির মাখা দিনের খাতায়,
রং দু-মুঠো নিই কুড়িয়ে।
দুহাত তুলে হাতছানি দেয়
পাহাড় জুড়ে বিষণ্ণ খাদ,
পাক খাওয়া ঐ রাস্তা ঘুমোয়
জাগলে পরে ঘটবে প্রমাদ।
বড়ই কোমল সূর্য ওঠে
সকাল সন্ধ্যে চিত্রকারি,
নাম না জানা পাখির ঠোঁটে
সুর ফুরোলে রাত আঁধারি।
টুকরো মেঘের দু-চার ছানা
দু চোখ তুলে আমায় দেখে,
হিমেল হাওয়া ছড়ায় ডানা
মুখ গুঁজেছি লেপের ফাঁকে।
হিংসে বাসা বাঁধছে মনে
আগুন ঝরা বৈশাখেতে?
যাও না চলে ল্যান্সডাউনে
যাও না চলে গুমখলেতে।