. সেদিন হঠাৎ সাঁঝ বিকেলের আলো,
করল কেমন মায়ার জারিজুরি।
চোখ ফেলতেই ভরা বাজার ফাঁকা,
হট্টগোলের সন্ধ্যে গেল চুরি।
চুপটি করে তাকিয়ে ছিলে তুমি,
হাত বাড়ানো শ্যাম শাঁখারীর কাছে।
আধখানা মুখ আঁচল দিয়ে ঢাকা,
কুর্চি বলে কেউ বা ডাকে পাছে।
বিবর্ণ মুখ, ঝরছে ঘামের ফোঁটা,
চোখ বসেছে, বলীরেখার ছাপ!
এই কি গো সেই কাজল কালো আঁখি,
হৃদ মাঝারে কতই না উত্তাপ।
লাগছে তোমায় বড্ড জড়সড়,
কোলের ওপর বাজার করার থলি।
পড়ছে মনে কোন সে সুদূর কালে,
ডেকেছিলাম তোমায় কুসুমকলি।
চোখ মিলিয়ে তাও না চেনার ভাণ,
লাগল ভাল, ফুটল ঠোঁটে হাসি।
মাথায় সিঁদুর হাতে শাখার মান,
বলবে কি আর, তোমায় ভালবাসি?
রাম বোকা এই মনটা মনের মাঝে,
চমক খেয়ে আজটা ভুলে গেছে।
সময় ধারায় কোথায় তুমি আমি,
প্রেম হেরেছে কবেই শাঁখার কাছে।
অতীত তবু সময় সময় খেলে,
হঠাৎ ফেরে বিপন্ন বিস্ময়।
দু-একটা পল মনটা পাখা মেলে,
দু-একটা পল রামধনু সময়।।