. দু-চোখেতে মেঘ ছেঁড়া ঘুম
একাকীত্ব জেগে থাকে,
জীবনটা বড়ই নিঝুম
বড় নিষ্প্রাণ।
জোয়ার ফুরলো কবে,
আজ শুধু ভাঁটারই তো টান।
ভিজে মনে শিশিরের পানি,
করে কানাকানি,
অনেক তো হোল, চল
খুঁজি গিয়ে নয়া ঘাসফুল,
ভুলে সব ভুল।
এ পুরনো চাঁদ থাক
পড়ে ঐ রূপকথা বাঁকে
হিজলের শাখে।
নতুন চাঁদের খোঁজে,
চল আজ ভবঘুরে হই।
আশাদীপ নিয়ে খুঁজি
কখনো তো পাব নিশ্চই।
আবার নতুন ভোর,
নবারুণ, সোনালী সময়,
ঘাস ফড়িঙের ডানা
ছড়াবে আবির মনোময়।
একঘেয়েমির হবে শেষ,
খুশির উপলখণ্ড বুকে নিয়ে
চেতনার ফের উন্মেষ।।