. চলছিল ঘুষোঘুষি, ধরে বেঁধে মারতো,
ঘুষি ছেড়ে ঘুষ এল, বাড়লো গ্ল্যামার তো?
আহা টাকা দ্যাখো কাকা দেখেও তো শান্তি,
ক্যামেরাতে ছড়াছড়ি, তবু ভুল ভ্রান্তি?
নেতা বাবু ঘুষ নেয় বড় নাম ডাক তার,
নেতাগিরি বড় পেশা, না উকিল ডাক্তার।
ঘুষ নেয় হাসিমুখে, ঘুষ নেয় গুছিয়ে
ধরা পড়ে নেই লাজ চলে বুক উঁচিয়ে।
আমি বাপু সাধু, জেনো নিজে হাতে ছুঁই না,
পিএ আছে কোন কাজে আমি তো বিকোই না।
বাঘা বাঘা নেতা মোরা শুধু পাঁচে কি হবে?
দশ বিশ ঢালো চাঁদু পেসটিজ টা রবে।
সমাজ সেবার দাম ঠিক ঠাক ফেলা চাই,
সবকুছ মিলে যাবে, মাল ঠিক ঢালা চাই।
কবে আছি কবে নেই, লে লে বাবু ঘুষ বে
আখের গোছাও নয় আঙুলটা চুসবে।
একখানা হুল খেয়ে ত্রাহি ত্রাহি রব যে
ঘুষেরই জমানা বাওয়া, চল এই কপচে।
ঘুষ ঘুষ করো কেন এতো আজ শিল্প,
দেশটা এগোতে হবে, কাজ কি গো অল্প?