. কেঁদেছে উদাস রাত, জোছনার আলো
বেদনায় হল নীল। হয়েছে সময়।
বিদায়ের এল বেলা, দিবস ফুরালো
পলকে অতীত হল কাল মধুময়।
চিতার আগুন হোক, বা হোক কবর
শেষ ঠাঁই জেনো তাই, শরীর পার্থিব।
পঞ্চভূত সৃষ্টিসার, মরণ উত্তর
প্রকৃতি আপন বুকে ডাকে উদগ্রীব।
বিদায়ের ব্যথা শেষে, জীবনের পর
অসীম রহস্য দিয়ে হাতছানি ডাকে।
নব কলেবর নাকি আঁধার বিবর
অনন্ত জিজ্ঞাসা মনে নিরুত্তর থাকে।
ধরার চরম সত্য জীবনের যতি,
সর্বশেষ সে ঠিকানা, অমোঘ নিয়তি।।