১) মন কখনো মনে থাকে না, যদিও আমরা ভাবি ঠিক তাই।
শুধু শুধু কারন খুজে বেড়াই, চোখে কেন এল জল।
পাই কি?
লাইট, ক্যামেরা, একশন…
২) বড় তাড়াতড়ি ফুরলো সময়। রঙ্গীন নায়িকারা কখন যে সাদাকালো হয়।
মেহবুবা মেহবুবা, জয় জগদীশ হরে মিলেমিশে হয় একাকার।
হেলেন অপাঙ্গে হেসে বলে,
হয়েছে বয়স।
৩) চোখ খুলে দেখ বা বন্ধ করে, দৃশ্য তো একই থাকে,
মন যা চায়, বা যা চায় না।
কিভাবে দেখতে চাই সেটাই তো সবকিছু।
ন্যাকামি যতই কর, রিল বদলায়।
৪) স্বভাববিরুদ্ধ হওয়াটাও দরকার কখনো সখনো।
দিকচক্রবালে বলাকার রেখা যদি দাগ কাটে মনে।
সব কিছু চেঁচালেই সত্যি হয় না। জবাবদিহিও করতে হয়,
কখনো সখনো...
৫) এলোচুল, আলতা পা, বিস্রস্ত বসন। ফিরে ফিরে আসে সেই সময়।
পরকীয়া, পরকীয়া, আমায় চিনতে পারো কি?
ছুঁলে পরে জাত যেতে পারে!
৬) সর্ষের ক্ষেতে নিয়েছো কসম মুমতাজ। নহি হোঙ্গে জুদা।
জেনেছো কি আটা চাল ভাও। কুড়েঘরে ক্ষিদে পেট!
শালা বেজন্মা প্রেম।
৭) স্বপ্ন দেখা বড় স্বাস্থ্যকর।
স্লো মোশনে লটপট হিরো হিরোইন।
ফুল থেকে ফল হয়, লাল টুপি ঢেকে রাখে টাক।
মন্দাকিনীর সাদা শাড়ি, বুকে গঙ্গাজল।
আহা কি পবিত্র সিন!
৮) এক, দুই, তিন, চার। কত কিছু গুঁজে দেওয়া যায় এর পর।
তবুও গুনতিতে আটকাই, গ্রীষ্মের দুপুরে কাঁপা রোদ্দুরের মত বুকে।
রঙ মেখে কচি হওয়া, হলে ভাল, হয় কি?
সময়, সময়...
৯) রেখা কি সোজাই শুধু হয়? রেখা যুবতীও বটে।
যদিও পুরনো কাল, তবু ইতিহাস ছবি আঁকে।
জানি আমি, আর জানে অমিতাভ।
১০) কখনো দূরত্বে মজবূর, কখনো লজ্জায়।
সাহস বা সুযোগের অভাব, চরিত্র তারি নাম?
জিন্দেগী ইত্তেফাক হ্যায়...