. দিবস মেনে কুরনিশেরই পালা
দিন ফুরোলে আবার দশা একই,
খাদ্য খাদক হয়েই চলে খেলা
মনটা কালো, তাই তো সবি মেকি।
নারী দিবস নারী দিবস ভারি
দ্বিচারিতা আজকে সমাজ পটে,
আপন ঘরের সব মহিলাই নারী
বাদ বাকি সব ভোগ্যপণ্য বটে।
মায়ের কষ্টে এই ধরাতে আসা
বাঁচতে শেখা এই পৃথিবীর বুকে,
জীবন জুড়ে স্ত্রীয়ের ভালবাসা
সাঁঝের বেলা কন্যা রাখে সুখে।
আজকে তবু নারীর বড় জ্বালা
আজকে তবু নারীর চোখে জল,
সকাল সন্ধ্যে অসম্মানের পালা
অত্যাচারের বড়ই কোলাহল।
পারলে করো শপথ আপন মনে
লোক দেখানো লৌকিকতা যাক,
শ্রদ্ধা আদর আসুক সকল ক্ষণে
বছর জুড়ে নারী দিবস থাক।।