. তুই শোনালি গল্পকথা আমার মনে রিনিক ঝিনিক,
সাঁঝ বিকেলের মায়ার ছোঁয়ায় পথ ভুলেছি যাচ্ছি কোথা।
শীত পেরিয়ে গ্রীষ্ম এলো ঘাম শুকিয়ে নোনতা শরীর,
উড়ছে হাওয়ায় শুকনো পাতা মন বাঁচিয়ে শুদ্ধিকরণ।
খুব শুকলো পেনের কালি লেখার পথে পথ হারানো,
জাবর কাটা প্রেম পিরিতি চাখবো না হয় সকাল বেলা।
মুখ হাঁ করে গিলতে আসে হারিয়ে যাওয়া স্বপ্ন ভোরের,
কোথাও যেন মেঘ করেছে বৃষ্টি আসুক কূল ছাপানো।
ময়াল সাপ ঐ রাস্তাগুলো দুঃসাহসী, যাচ্ছে কোথায়,
পথ ভুলেছি ভোরবেলাতে সব দিগন্ত মনের ভেতর।
বয়েসকালে উড়বে খড়ি চামড়া জুড়ে বিরক্তি ছাপ,
মনটা সবুজ? হলই বা তা, প্রেমের আবেশ নিষিদ্ধ আজ।
ছিটকে যাওয়া সময় কুচি ফিরেও আসে খুব গোপনে,
কোথায় বা তুই কোথায় আমি খুঁজছে দুচোখ অন্ধকারে।
তোর শোনানো গল্পকথার রিনিক ঝিনিক মনের মাঝে,
মনই আছে এক বেচারা খুন হয় তবু হাসতে পারে।।