*** সুধী পাঠকবৃন্দের নিকট সবিনয় নিবেদন, নিজ নিজ কল্পনাশক্তি এবং নিজ নিজ শব্দভান্ডার(!) অনুসারে বিপের বদলে স্বাদানুসার শব্দাবলী বসাইয়া কবিতাটির রসাস্বাদন করিবেন ***
বিপ বিপ বিপ বিপ - ১
টাকা ভাই পুরো নিলি
চাইনিজ দিলি চিপ,
তুই শালা জোচ্চোর
তুই শালা বিপ বিপ।
ছাতা যেই গেছি ভুলে
পড়ে জল টিপ টিপ,
কপালে রয়েছে ভেজা
ভাগ্যটা বিপ বিপ।
পরীক্ষা দিতে গিয়ে
ভেঙ্গেছি পেনের নিব,
একটাই পেন সাথে
আমি এক মহা বিপ।
ফুটবল ম্যাচ ছিল
ল্যাং দিয়ে সন্দীপ,
খুলেছে মালাইচাকি
বিপ বিপ বিপ বিপ।
প্রতিদিন লেট থাকে
আজকে এসেছে ঠিক,
ট্রেন মিস করে আমি
বকে যাই বিপ বিপ।
বিপ বিপ বিপ বিপ - ২
মাঝরাতে পড়া ভুলে
বুলি দেই রাপচিক,
রাতারাতি হিরো হনু
দেশ যাক বিপ বিপ।
পাকা ‘পাকি’ প্রিয় আজ
স্বাধীনতা দাম্ভিক,
সীমানার সীমা কেন
রাজা বিপ প্রজা বিপ।
ভোটখানা দিও বাপু
ফেলেছি লোভের ছিপ,
না পারি জিততে যদি
গুষ্টির বিপ বিপ।
দেশ নাকি এগিয়েছে
নিয়েছে দারুণ লিপ,
ভিখারিটা ফুটে হাসে
বলে বিপ বিপ বিপ।
চারিদিকে ভুলভাল
সবাই খুলেছে জিপ,
যেদিকেই কান পাতি
বিপ বিপ বিপ বিপ।