. প্রতিদিনই ভূগোল বদলায়।
জ্যামিতিক টান টান রেখাগুলো
রোদ জল তাপ খেয়ে পড়ছে নেতিয়ে।
প্রতিদিন ক্ষয়ে যায় রোদ,
প্রতিদিনই ক্ষয়ে যায় হাসি,
আয়নার বুকে আজ গজিয়েছে অনায়াসে
শিরা উপশিরার জঙ্গল।
শিথিল চামড়ার নিচে শ্বাস রুদ্ধ হয়
একদা উচ্ছল এক দুরন্ত প্রাণ।
অপার বিস্ময় জাগে, একি সমর্পণ
রোগ জ্বালা ব্যাধির প্রকোপ!
এমন ছিল না আগে।
টগবগে বেঁচে থাকা,
দু-হাতে লাগাম ধরে ছুটে চলা কবিতার মত
জীবনের পথে।
বিদ্রূপ, উপহাস, তাচ্ছিল্য ভরে
হেসেছিলে দুর্বলতা দেখে।
সেই হাসি, পিছু করে করে
শেষ হাসি হাসে আজ,
সময়ই তো শেষ কথা বলে।
আপন নিজস্ব সব,
ফেলে যায় পিছে
জীর্ণ বসন যেন, ফুরিয়েছে কাজ
বড় বেশী অপাংক্তেয় আজ।
অমোঘ সন্ধ্যাকাল থমকে দাঁড়ায়
গোধূলির শেষ আলো দেখে,
ঐ বুঝি রাত আসে নেমে।
এসেছে বার্ধক্য কাল।।