. আনমনা মনে নদীর বাঁকের পাপ
আনমনা মন উদাস হাওয়ায় ভীত,
আনমনা মনে না ভাঙ্গা সিঁড়ির ধাপ
গোপন জানালা আজ কেন অবারিত।
সংস্কার বাধা যাক না জলাঞ্জলি
আনমনা মন হোক আজ বেপরোয়া,
সুরে থাক আজ গোপন প্রেমের কলি
আনমনা মনে সময়ের আসা যাওয়া।
লাল কাঁকড়ের রাস্তা নয় তো রুক্ষ
সহজ সরল নরম প্রেমেই থাকে,
কুর্চি ফুলের সুবাস ভোলায় দুঃখ
ঝরেছিল কত শালফুল পথ বাঁকে।
আনমনা মন আজ পরিযায়ী পাখি
অজানার খোঁজে দিয়েছে দুডানা মেলে,
চাওয়া ও পাওয়ায় রয়েছে দেদার ফাঁকি
নীল স্বপ্নের হাতছানি বেলা গেলে।
জীর্ণ বাসায় আর তো লাগে না ভাল
ক্ষনপ্রভা দেখে আর তো লাগে না ভয়,
আনমনা মন তাড়া দেয় চলো চলো
দুই মুঠো সুখ পাবে খুঁজে নিশ্চয়।।