. তরিবৎ করে গরম দুপুরে
দিয়েছি সেদিন বিউটি স্লিপ,
রঙ্গিন ড্রীমেতে মন ওঠে মেতে
অবিকল যেন ফিলমী ক্লিপ।
স্বপনেতে দেখি ওরেবাবা একি
হয়ে গেছি আমি সেলিব্রিটি,
সকলে আমায় বোঝায় শেখায়
স্টার বনবার নিটি গ্রিটি।
হাসাটা বারণ শুধু অকারণ
রাখবে ওজন বী সিরিয়াস,
বাধ্য করলে হেসো মৃদু ছলে
হয় যেন সেটা মিস্টিরিয়াস।
সিনেমায় যাওয়া ফুচকাটা খাওয়া
সব কিছু হল রেস্ট্রিক্টেড,
আপনার ঘরে থাকো একা পড়ে
রুটি নয়, খাও ব্রাউন ব্রেড।
ভীড় ভার মাঝে কক্ষনও নাযে
মিলতে লাগবে অ্যাপয়েন্টমেন্ট,
ব্ল্যাক সানগ্লাস শ্যাম্পেন ক্লাস
যাও ভুলে যত সেন্টিমেন্ট।
ফুটপাতে হাঁটা আইসক্রীম চাটা
দেখে সুন্দরী স্পিকটি নট,
চলবে না আর তুমি সাজো ষাঁড়
দেখে যেন লাগে সুপার হট।
প্যাঁচ এত দেখে যাই আমি খেপে
বলি রেগে মেগে ডাব্লু টি এফ,
ধুত্তেরি, বাজে নিকুচি করেছে
বিখ্যাত হওয়া নয় তো সেফ।
বললে তা হবে? ছাড়া তুমি পাবে?
বলে সবে ছুঁড়ে মারলো এগ,
ঘুম ভেঙ্গে দেখি যাক সব মেকী
খুশী মনে ঢালি সান্ধ্য পেগ।।