. শৈশব স্মৃতি বিদায় জানায় নেচে
সহজ পাঠের সহজ সরল কথা,
কিশলয়ে আর কচি পাতা নেই বেঁচে
পথ ভুল করে পথ চলাটাই যাতা।
নামতাটা পড়া আর নয় মসৃণ
লাগছে হোঁচট প্রতিটি পদক্ষেপে,
রক্ত কবেই নিয়েছে চিনির ঋণ
সকাল সন্ধ্যে ওষুধ গেলায় মেপে।
অআকখ আর এক দুই তিন জানি
আর জানি পেটে ক্ষুধার আস্ফালন,
কালক্ষেপ করে আজ বড় অভিমানী
জীবনের স্কুলে করেছি জ্ঞানার্জন।
কোন শালা বলে খালি পেট প্রেমহীন
বয় ভূখা নেশা পূব থেকে পশ্চিমে,
জঠরের জ্বালা তোমারই হৃদয়ে লীন
হাড়গিলে মন, ফির জীয়ে মস্তিমে।
ছিল আশা দেব পৃথিবী তোমার পায়
বয়েসটা খালি খামখেয়ালিই জানে,
আজ গোধূলিতে যত মর লজ্জায়
সকালটা বল কার কথা কবে মানে?
দাবানল জ্বলে আগ্নেয়গিরি ফোটে
তবু বেঁচে থাকা জলবত তরলং,
শীত শীতলতা বাসা না বাঁধুক ঠোঁটে
অমৃত না জোটে শুষে নিই গরলং।।