আসলেই রাত বলে কিছু নেই,
আসলেই তারা বলে কিছু নেই,
আছে এক বিষন্ন অবগাহন শুধু।
তার পরে, আবার বেঁচে ওঠার পালা
নুড়ি কুড়নোর পালা হৃদয়ের বেলাভূমি থেকে,
জেরবার হয়ে চলা অবুঝ মনের বায়নাতে।
শুধু বুঝি বয়ে চলা সময়ের হাত ধরে অসীমের মাঝে।
সময় আসে ভালো খারাপ নিয়ে
মানুষ কি গো মন্দ ভালো হয়?
চোখ ফেলতেই সকলকে কাঁদিয়ে
আপন মনে হাসতেছে সময়।
কবিতার টানে শুধু ভাসমান আজকাল
নয়তো কবেই যাই ডুবে।
ভিজে ভিজে সোঁদা গন্ধী ঘ্রাণ কবিতার,
বিপর্যস্ত, চুরমার করে প্রতিদিন।
খুঁজে চলি কাব্যের অমল অমৃতধারা,
আপন করার আশে।
যুঁই টগরের মালা, খোঁজে সিংহাসন, সমর্পণ সাধ নিয়ে বুকে।
ভালো মন্দ মিলে মিশে জ্বলে পুড়ে হয় একাকার,
তারই মাঝে দিনান্তে শুধু, কবিতারা ঠিক বেঁচে রয়।
আজকে আমি সাজবো বুঝি ভালো
কাল সকালে তোমার পালা রবে
মন্দ সেজে আজকে দিন ফুরলো
কালকে আবার তুমিই রাজা হবে।
না বলা কথার প্রজাপতি, আকাশে মিলিয়ে যায়
পিছে ছেড়ে যায় কিছু ছোট ছোট বেদনার স্মৃতি।
শূন্যতা পড়ে থাকে, আর থাকে রাত্… থাকে তারা…
আসলেই রাত বলে কিছু নেই,
আসলেই তারা বলে কিছু নেই,
আছে শুধু বিদায়ের ব্যথা,
শুধু কবিতায় ফেরা…