. আরো অনেক পরে,
অবজ্ঞার ঝড় ঝাপটা সব শেষ হলে
দুয়েকটা বিশ্বাস তবু অবিচল দাঁড়িয়েই থাকে!
ইচ্ছেগুলো শর্ত মেনে বাঁচার আশায়,
লাল নীল সুখ ধরে আনে কালের বাগান থেকে।
লাজুক হওয়ার চেষ্টা করে যাওয়া কঠিন বোধ হয়,
তবুও শপথ ভাঙ্গে, ভাঙ্গে নীরবতা।
পুরনো মধুর মত, রাত্তিরের মিঠে মাপা প্রায় অসম্ভব
তারি মাঝে বিশ্বাসেরা মৃদু হেসে জমায় বাসর।
চাঁদ ডুবে গেলে পরে,
সাগর সাগরে রয়, নদীটা নদীতে।
আর থাকে প্রতীক্ষা, নবীন সূর্যোদয়, ওই পূবাকাশে।
বিশ্বাসের মায়াজাল নীলাম্বর সাজে,
প্রতিদিন সাজে তোলাবাজ
লাল নীল পরিযায়ী সুখ, নিস্পলক চোখে শুধু
শিখে চলে নষ্টামোর পাঠ...