. ফুটবল নিয়ে ভাই হচ্ছে ধুন্দুমার,
দাসেদের ছোটছেলে এবং বন্ধু তার,
মাঠে গিয়ে খেলা দেখে করে এল কান্ড,
আকামের ঢেঁকি দুটো অকাল কুষ্মান্ড।
চোখে দেখি কালশিটে এবং ভগ্ন হাত,
বের হল দুপুরেতে ফিরল মধ্য রাত।
তবু আছে মুখভরা প্রশান্ত হাসিতে,
পিসি দেয় পুলটিস, বাপান্ত মাসিতে।
রেগে গিয়ে শুধোলুম এটা কি বুরবাকি?
“ছেড়ে দাও কাকা তাতে হাতটা জুড়বে কি?”
কথার বাহার দেখো শুনে জ্বলে পিত্তি,
মারব ঠাটিয়ে চড় করলে আপত্তি।
“রেগো নাকো কাকা বেশ কথা আমি শুনছি
ছোট্ট একটা ভুল মাশুলটা গুনছি।
বিশাল লড়াই মাঠে বলে তাকে ডার্বি,
আগে থেকে কেবা জানে জিতবি কি হারবি?
তড়িঘড়ি মাঠে গিয়ে ভুল গেটে ঢুকেছি,
দুশমন গ্যালারিতে বসে কি যে ভুগেছি!
পুরো খেলা মুখ বুজে বসে বসে সইলাম,
গোল নেই তাও ভালো ঠিকঠাক রইলাম।
প্রিয় দল দিল গোল এক্সট্রা টাইমেতে,
নেচে উঠে আনন্দে দুজনা যাই মেতে।
তারপর এলো ঝড়, যায় প্রাণ বাবারে,
রাম পিটুনিটা লাগে যেন বাঘ থাবারে।“
বলি ওরে হতভাগা ওরে বেটা নালায়েক,
চামড়ায় হাওয়া ভরে লড়ে জনা বাইশেক।
তাই নিয়ে মারামারি? লজ্জা ঘুচবে না!
বলে “ছাড়ো কাকা তুমি এসব বুঝবে না”।