. আমি তো চেয়েছি ছুঁতে উদার আকাশ,
তোমার অবুঝ মন রাখল আমায় অন্তরে
ভালোবেসে।
আমায় আপন করে বামন করলে তুমি,
গড়লে নিজের মত ব্যথার বাঁধনডোরে
মৃদু হেসে।
মনে মনে আশা ছিলো হবই বিশাল,
মিশে যাব প্রকৃতিতে কোন এক দিন
দেব ছায়া।
কতই যতনে বাঁচি কাঁচের ঘরেতে,
ছাঁটে কাটে জীবনটা হল পরাধীন
সবি মায়া।
স্বাভাবিক আকাঙ্ক্ষা ভোলালে আমায়,
কৃত্রিমতাই আজ বাঁচার নিয়ম জেনে
শোভা সাজি।
দুমড়ে মুচড়ে ফেলি আপনার তনু,
সঙ সেজে ভালো থাকা ব্যথাহত মনে
বাঁচা আজি।
পরিপূর্ণ প্রাণ এক বদ্ধ খর্ব দেহে,
অনেক করেছি পাপ তাই বুঝি এত
ব্যথা পাই।
তোমার এ ভালোবাসা মরণ সমান,
তাই মেনে মরে বেঁচে আছি অবিরত
আমি বনসাই।।