. রোজই ভাবি আজ ঠিক গল্প বলব এক।
মগজের মাঝে কিলবিলে পোকা গুলো কুরে কুরে খায়
গল্পের পোকা যত।
শুরুটাও হয় অনায়াসে।
দোপাটি ফুলের গাঁথা, মধ্যবিত্ত স্বপ্নের মারপ্যাঁচ
দু:খ কষ্টের কথা, হার মানা লজ্জা,
নগ্ন মন ও প্রতারণার কাহিনী।
রাজপথে মিছিলের গল্প।
রঙ মাখা কৈশোর বা অবদমিত যৌবনের গল্প।
গল্পগুলো আমায় তাড়িয়ে বেড়ায় দিনরাত।
কখনো চেঁচিয়ে বলি,
কখনো বা করি অভিনয়
তবুও হারাই খেই।
কাহিনীরা মিলেমিশে যায়।
সদাই মেঘের মতন বহুরূপী সেজে ,
এক গল্প ফিরে ফিরে আসে।
কয়েকটা দাঁড়ি কমার পরে
ব্যথারাই বেঁচে থাকে কুশীলব হয়ে।
সমস্ত গল্পের শেষে,
এক একটা মহীরুহ উপড়িয়ে পড়ে।
আমায় দূষিত করে রোজ।।