. সুভাষবাবু বলছি তোমায় একটু শোন
শুভেচ্ছাটা যাই জানিয়ে জন্মদিনে,
মনের ভেতর ভাব আসে না আর তো কোন
রেওয়াজটাই যে তোমার কথা পড়ায় মনে।
তবু ভালো এই বাহানায় ইয়াদ করি
এও নাহলে ভুলত তোমায় কবেই এদেশ,
অকৃতজ্ঞ সময় যে আজ দেয় সুপারী
বদল করো ইতিহাসের হিসেব নিকেশ।
আজকে তোমার নামে সবাই টিকিট কাটে
তোমার নামের স্টেডিয়ামে হচ্ছে খেলা,
চলছে সবাই তোমার নামের রাস্তা ঘাটে
মানুষটা নয় নামের খোঁজেই কাটছে বেলা।
মূর্তি তোমার লাগবে দারুণ এই দিনেতে
সাড়ম্বরে পরায় মালা বামন নেতা,
দেশের দশের জোয়াল টানা চওড়া কাঁধে
আর দিনেতে পাখির বাহার দেখবে সেথা।
সুভাষবাবু রক্ত এখন মিলছে ব্যাগে
স্বাধীনতার কতই রকম হচ্ছে মানে,
বিপ্লবটা খায় নাকি তা মাথায় মাখে
পাবে খুঁজে শুধুই তাকে নামকরণে।
বিস্মৃতির এই যুগান্তরে সুভাষবাবু
ভুলে যাওয়াই এই সময়ের শেষ পরিণাম,
ভুলছি নাতো তোমার কথা আমরা তবু
মানুষ সুভাষ, নেতাজীকে জানাই প্রণাম।।