. একবার নয় চলেই আসিস, না হয় হোক না দেখা,
ঘাঁটবো না আর স্মৃতির ঝুলি
দিন পুরনো নাই বা ভুলি
সবার কি আর ইচ্ছে মতন হয় রে ভাগ্য রেখা?
থাকিস না হয় একখানা দিন আমার সবার সাথে,
মনের জোরেই হাসিস না হয়
বুঝব না রে, নেই কোন ভয়
অবাক হয়ে দেখব কেমন হাত রেখেছিস হাতে।
বলিস না হয় দুয়েক কথা আবহাওয়াই নিয়ে,
কতই ঠান্ডা পড়ল এবার
দিল্লীতে তো নেমেছে চার
বোকার মত শুনব না হয় তোর নয়নে চেয়ে।
ভোরের বেলা চায়ের কাপে দুজন দেবো সিপ,
রোদের ঝাঁঝে মুখ লুকিয়ে
গোলাপ পাতার শিশির ছুঁয়ে
না হয় করুক কয়েকটা পল হৃদয়টা ঢিপ ঢিপ।
অবলীলায় ডাকিস আমায় পাড়ার অমুক দাদা,
দেখিস কেমন সহ্য করে
অট্টহাসি হাসব জোরে
অবাক হয়ে ভাববি বোধ হয় ঠিক ভুলেছি ব্যথা।
একটু না হয় আশেপাশে বেড়িয়ে আসাই হোক,
রোমন্থনের উদাস হাওয়া
স্মৃতির পথে হারিয়ে যাওয়া
নীরব থেকে দেখব না হয় সেই দুখানি চোখ।
যাবার সময় নিজেই গিয়ে উঠিয়ে দেব ট্রেনে,
একটি বারো বলব নাতো
তোর মনে কি আমার মত
পুরনো সেই দিনের কথা ঘুরছে সকল ক্ষনে?