. পিঠের পরব এল, এল সংক্রান্তি,
খাও পিঠে পেটপুরে পাবে বড় শান্তি।
পেটে খেলে পিঠে সয় শেখালেন গুণীজন,
পিঠে খেলে পেটে রয় উল্লাসে নাচে মন।
পিঠে পিঠে গন্ধতে পাড়া ম ম করছে,
পিঠোপিঠি ভাই বোনে পিঠে নিয়ে লড়ছে।
পিঠে চুরি করে ছুটে বাঁদরটা পিটটান,
দাদুর গোঁফেতে আহা পিঠে খাওয়া মুস্কান।
পিঠের গুড়ের খোঁজে পিটপিটে পরিতোষ,
চষে ফেলে বাংলাটা থাকে সাথে পচা ঘোষ।
হরেক ঘরেতে দেখ পিঠের রকমটা,
কোথাও পুলির চল কোথা পাটিসাপটা।
কোথাও চিতৈ চলে কোথাও বা আস্কে,
মালপোটা ভাজা হলে ভরে ফেলো বাস্কে।
পিঠে তো থাকেই সাথে রয় পায়েশান্ন,
খায় তা গরীব আর চাখে মহামান্য।
গুড় পিঠে, ভাপা পিঠে কতই না প্রকারে,
গোকুল, গোলাপ পিঠে, কাঁঠালেরও পিঠা রে।
খাও খাও খুব খাও ভর পেট পিঠেতে,
একটু সামলে থেকো যার ভয় মিঠেতে।
পেটের খেয়াল রেখো রেখো নাকো ভ্রান্তি,
পিঠেময় কেটে যাক মকর সংক্রান্তি।।