. ভীষণ চেষ্টা ছেড়েছি দেশটা হয়ে গেছি পরবাসী,
আপন করেছি নতুন জগত বলি বড় ভালোবাসি।
ভুলেছি বঙ্গ অতীত রঙ্গ, নব বাস নিই বেছে,
বাঙ্গালী ভাইয়েরা দূর হটো, হামি বাংলাটা ভুলে গেছে।
বঙ্গের রীতি মনে জাগে ভীতি ভাষা বিভ্রাট বেশ,
বায়ু হোক জল খাই যে সকল নেই পান অভ্যেস।
হিন্দিটা বলে হিন্দুস্থানি, বঙ্গে বাঙ্গালী বাঁচে,
ছেড়ে দেশ আজ খুশী বেশ হামি বাংলাটা ভুলে গেছে।
কবিতা ভুলেছি শায়েরি ধরেছি মারি শের দনাদন,
ভাতডাল ছেড়ে রুটিপ্রেম বেড়ে নোয়াপাতি ভুঁড়ি গন।
লপেটা চুলের বাহারে নাপিত বাটি ছাঁট লাগিয়েছে,
বহু চেষ্টার পরিণামে হামি বাংলাটা ভুলে গেছে।
শারদোৎসব? নয় তো পরব, পূজি বজরঙ্গবালী,
পড়ি যে চালিশা তাঁহারি ভরসা, পড়িনা আর পাঁচালি।
সঁপেছি এ প্রাণ গড়েছি মকান সুখে থাকি গেয়ে নেচে,
বোঝাব যে আর কতবার হামি বাংলাটা ভুলে গেছে।
তবুও চুপিচুপি বলি,
করে অভিনয় সকল সময় হয়েছি ক্লান্ত আজ,
আদতে বাঙ্গালী, মনে পড়ে খালি বাংলার রূপসাজ।
যতই ন্যাকামো করি ধ্যাস্টামো সান্ত্বনা দিই যত,
এ জগতে জানি নেই দেশখানি বঙ্গভূমির মত।
হৃদয় গহীনে সন্তর্পণে কত স্মৃতি বয় বেশ,
শস্য শ্যামলা সুজলা সুফলা আপন মায়ের দেশ।
বিদেশ কভুও হয় না নিজের যতই বিদেশি সাজি,
বাংলা তো থাকে প্রাণের মাঝারে, বাংলায় মরি বাঁচি।।